নিজস্ব প্রতিবেদকঃ হুট করে দেশের ক্রিকেট পাড়ায় নতুন আলোচনার ঝড়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে দেশে ফিরে এসেছেন লিটন কুমার দাস। বাংলাদেশের তারকা এই ব্যাটার পারিবারিক কারণে জরুরী ভিত্তিতে ভারত থেকে চলে এসেছেন। শুক্রবারই ঢাকায় পৌঁছেছেন লিটন।
তবে এই নিয়ে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। আইপিএলে লিটনের দল কলকাতা নাইট রাইডার্সের মিডিয়া বিভাগ থেকে শুধুমাত্র জানানো হয়েছে, ‘২৮ এপ্রিল, শুক্রবার জরুরী পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে।’ ধারণা করা হচ্ছে পরিবারের কেউ অসুস্থ থাকায় লিটন ছুটে চলে আসছেন। লিটন ও তার পরিবারকে শুভ কামনা জানিয়েছে কেকেআর শিবির। একইসাথে দিয়েছে পাশে থাকার আশ্বাসও।
দেশে ফেরার এই খবরের ঘন্টাখানেক আগেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার অনুশীলনের একটি ছবি পোস্ট করেছিলেন লিটন। তবে দ্রুতই যেন সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে।
লিটন দাস আইপিএলে মাত্র ১টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। দিল্লি ক্যপিটালসের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৪ বলে মাত্র ৪ রান করেন লিটন। উইকেট কিপিংয়েও ব্যর্থ হয়েছেন। সহজ স্টাম্পিং মিস করেছেন তিনি। যার ফলে পরের ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একাদশে দেখা যায়নি বাংলাদেশের তারকাকে। রাখা হয়নি ব্যাঙ্গালোরের বিপক্ষে একাদশেও। ২৯ এপ্রিল, শনিবার কলকাতার ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের বিপক্ষে।
আইপিএলের মিনি নিলাম থেকে বাংলাদেশের এই তারকা উইকেটরক্ষক ব্যাটারকে ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা। তবে পুরো মৌসুমের জন্য সার্ভিস পাবে না জানা ছিল। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে ৯ এপ্রিল কলকাতা শিবিরে যোগ দেন লিটন।
ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত থেকে সরাসরি সেখানে গিয়ে ৫ মে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল লিটনের। এরপর ১৪ মে সিরিজ শেষ করে ফের আইপিএলে আসার কথা ছিল। তবে এসবের আগেই আইপিএল রেখে দেশে ফিরতে হলো লিটনকে। তার আসাতে আইপিএলে বাংলাদেশ থেকে এখন একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। এর আগে সাকিব আল হাসান আসরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স থেকে নিজের নাম তুলে নেন পারিবারিক কারণে। এবার চলে আসলেন লিটনও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post