নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাস্তির মুখে পড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান। আইপিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি। দুজনকেই জরিমানা করা হয়েছে।
রোববার আইপিএলে ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ব্যাঙ্গালুরু। হাই-স্কোরিং রোমাঞ্চকর সেই ম্যাচে ইডেন গার্ডেন্সে মাত্র ১ রানের হার দেখতে হয়েছে আরসিবিকে। হারের তিক্ততার সাথে এবার জরিমানা গুণেছেন ফাফ ডু প্লেসিস। আরসিবির অধিনায়ককে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। টুর্নামেন্টে এবারই প্রথম এমনটা হওয়ায়, নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২ লাখ রুপি জরিমানা করা হয়। তবে দ্বিতীয়বার এমনটা হলে দিগুণ ২৪ লাখ রুপি জরিমানা করা হবে।
এদিকে দিনের অপর ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। সেই ম্যাচে ৩ উইকেটের হার দেখতে হয়েছে পাঞ্জাবকে। দলটির অধিনায়ক স্যাম কারান অবশ্য স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণেননি। ম্যাচে তার আউট নিয়ে আম্পায়ারের উপর অসুন্তুষ্টি প্রকাশ করেন। যার জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।
এই দুজনই নিজেদের দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। যার ফলে আলাদা করে ম্যাচ রেফারিদের শুনানির প্রয়োজন পড়েনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post