স্পোর্টস ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টটির পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন এই বাঁহাতি পেসাল। ইতোমধ্যে খেলেছেন পাঁচটি ম্যাচও।
মুস্তাফিজের মতো এবারের আইপিএলে সুযোগ পেতে পারতেন জাতীয় দলের আরেক পেসার শরিফুল ইসলাম। আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাঁকে দলে নিতে চেয়েছিল। অবশ্য দলটি শরিফুলকে চেয়েছিল পুরো মৌসুমের জন্য। কিন্তু সেখানেই বাধে বিপত্তি। বিসিবি পুরো আসরের জন্য শরিফুলকে ছাড়তে চায় নি।
এ ব্যাপারে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের শরিফুল বলেছেন, ‘লক্ষ্ণৌ থেকে এসএমএস দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল, যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি ফুল এনওসি দিত বিসিবি, তাহলে হতো। কিন্তু আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটা চিন্তা করে এনওসি ওভাবে দেওয়া হয়েছিল।’
এর আগে লক্ষ্ণৌর হয়ে খেলার সুযোগ ছিল তাসকিন আহমেদেরও। ২০২২ সালের আইপিএলে তাসকিনকে দলে চেয়েছিল তারা। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় তাঁর আইপিএল খেলা হয়নি। সে বছর তাসকিনকে না পেয়ে শরিফুলকে দলে নিতে চেয়েছিল দলটি। সেবারও জাতীয় দলের খেলা থাকায় ছুটি পাননি শরিফুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post