স্পোর্টস ডেস্কঃ গত মাসে ব্রিসবেনের দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে রূপকথার জন্ম দিয়েছে উইন্ডিজ। আনকোরা তরুণ পেসার শামার জোসেফের আগুনঝরা বোলিংয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ক্যারিবিয়ানরা। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে চমৎকার বোলিং করে আলোড়ন তোলা শামার জোসেফ ডাক পান পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এই পেসারকে দলে টানে পেশাওয়ার জালমি। এবার আইপিএল থেকেও ডাক পেলেন শামার।
তিন কোটি রুপিতে শামারকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আজ আইপিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংলিশ পেসার মার্ক উডের বদলি হিসেবে নেওয়া হয়েছে তাঁকে। ২৪ বছর বয়সী শামার এখন পর্যন্ত মাত্র দুটি টি–টোয়েন্টি খেলেছেন। সেটা গত বছর সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। যদিও দুই ম্যাচে ৮ ওভার বল করে একটি উইকেটও পাননি। তবে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ তাঁকে আলোচনায় নিয়ে আসে। গ্যাবায় উইন্ডিজের ৮ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে ৭টিসহ সিরিজে নেন ১৩ উইকেট। হন সিরিজ সেরাও।
এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গতিময় পেসার উডকে আইপিএল থেকে সরে দাঁড়াতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তিনি ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন। আগামী জুনে উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে উডকে সতেজ রাখতে চায় তারা। তাই তার পরিশ্রমের পরিধি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে লক্ষ্ণৌ উডের বদলি হিসেবে দলে নিয়েছে শামারকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post