স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। চার ব্যাটসম্যানের দলে আছেন ৬জন অলরাউন্ডার। স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটারই আছেন আইপিএলে ব্যস্ত।
আফগানিস্তান বোর্ড বিশ্বকাপের নেতৃত্ব তুলে দিয়েছে রশিদ খানের হাতেই। ব্যাটিংয়ে আছেন রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিদ জাদরানদের মতো ক্রিকেটাররা। স্পিন আক্রমণে আফগান বিশ্বকাপ দলে এসেছেন নূর আহমদ, মুজিব উর রহমান। রশিদ খানতো আছেনই।
অলরাউন্ডারময় টিমে স্বাভাবিক আছেন মোহম্মদ নবীও। পেস আক্রমণে ফারুকি, নাবি, ফরিদ আহমদদের উপরই ভরসা রেখেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আফগানিস্তানের বিশ্বকাপ দল::
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান।
রিজার্ভ খেলোয়াড় : হজরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ অটল ও সালিম সাফি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post