স্পোর্টস ডেস্কঃ দুনিয়ার সেরা ক্রিকেটারদের একজন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বের অন্যতম সফল অধিনায়ককে ঠান্ডা মাথার অধিকারী বলে থাকেন বেশিরভাগই। বর্তমান সময়ে এক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়া দেখা যায় না ধোনিকে।
তাই এই কিংবদন্তি ক্রিকেটারের সান্নিধ্য পেলে কেউ সহজেই হাতছাড়া করতে চান না। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের অনেক কিছু শেখার ও জানার আগ্রহ থাকে ধোনির কাছ থেকে। এই খেলাটা বোঝার ক্ষেত্রে সেরাদের একজন ধরা হয় ধোনিকে। কেউ চাইলেই তাই সেই সুযোগ হারাতে চান না।
বাংলাদেশের তারকা লিটন দাসও সেই সুযোগ হারাননি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারত আছেন লিটন। সেখানে রোববার ধোনির চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ ছিল কলকাতার। আর সেই ম্যাচ শেষে ধোনির সাথে আলাদাভাবে সাক্ষাৎ করেন লিটন।
নিশ্চিতভাবেই ধোনির কাছ থেকে পরামর্শ নিয়েছেন এই তারকা। দুজনই উইকেটকিপার ব্যাটার। তবে এর চেয়ে বড় কথা ধোনির ক্রিকেটীয় জ্ঞান। তাই ভালো কিছু নিতে পেরেছেন বলেই সবার ধারণা। মহেন্দ্র সিং ধোনির সাথে ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছেন লিটন দাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা