আইপিএলে পাঞ্জাবের অধিনায়ক ধাওয়ান

0
86

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো পাঞ্জাব কিংস। দলের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানকে দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজম্যান্ট। সরিয়ে দেওয়া হয়েছে মৈয়াঙ্ক আগারওয়ালকে।

আইপিএলে পাঞ্জাব কিংসের সাথে চুক্তি শেষ হয়ে গেছে অনিল কুম্বলে। দলকে সাফল্য এনে দিতে না পারায়, তার সাথে চুক্তি নবায়ন করেনি ফ্র্যাঞ্চাইজিটি। নতুন কোচ হিসেবে ট্রেভর বেলিসকে নিয়োগ দিয়েছে পাঞ্জাব কিংস। নতুন কোচের সাথে আলোচনার পরই অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে প্রীতি জিনতার মালিকাধীন দলটি।

অধিনায়ক হিসেবে শিখর ধাওয়ানের নাম ঘোষণা করেছে পাঞ্জাব। এই তারকা ওপেনারকে গেল মৌসুমের আগে মেগা নিলাম থেকে ৮ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব। তবে লোকেশ রাহুলের পরিবর্তে নেতৃত্ব দেওয়া হয় আগারওয়ালকে। যদিও নেতৃত্বের চাপ নিতে পারেননি আগারওয়াল। নিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। দলও ৬ নম্বরে থেকে আসর শেষ করে।

এবার নতুন অধিনায়ক বেঁছে নিল পাঞ্জাব কর্তৃপক্ষ। আপিএলের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন ধাওয়ান। ব্যাট হাতে দারুণ পারফর্মও করেছেন। সবশেষ মৌসুমেই ১৪ ম্যাচ খেলে ১৪ ইনিংসে ৩৮.৩৩ গড় ও ১২২.৬৬ স্ট্রাইক রেটে ৪৬০ রান করেছেন তিনি।

জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে ব্রাত্য হলেও, ভিন্ন ফরম্যাটে খেলে যাচ্ছেন। অধিনায়কও করেছে বিসিসিআই। এবার আইপিএলে পাঞ্জাব কিংসের গুরু দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে। নেতৃত্ব পেয়ে দলকে সাফল্য এনে দিতে পারেন কিনা, সেটিই দেখার পালা এবার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here