স্পোর্টস ডেস্কঃ আইপিএলের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন আজিঙ্কা রাহানে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ছন্দে থাকা এই ব্যাটার ডাক পেয়েছেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভারত স্কোয়াডে। অভিজ্ঞ রাহানেকে নিয়ে মঙ্গলবার স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।
এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে রাহানে। ফর্মে না থাকায় বাদ পড়েছিলেন তিনি। সেই রাহানেকে নিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা করল ভারত। নেতৃত্বভার যথারীতি রোহিত শর্মার কাঁধে। এবারের আইপিএলে রাহানের স্ট্রাইক রেট ১৯৯, তবে এর আগে রঞ্জি ট্রফিতেও পারফর্ম করে ৩৫ ছুঁইছুঁই বয়সে তিনি ফিরলেন টেস্ট দলে।
ঘোষিত স্কোয়াডে রয়েছেন আরও বিশেষজ্ঞ চার ব্যাটার শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও লোকেশ রাহুল। স্কোয়াডে নেই সূর্যকুমার যাদব। জায়গা পাননি ইশান কিষানও। মূল কিপার কেএস ভারতের সঙ্গে তাই বিকল্প কিপার রাহুল। আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের দ্য ওভালে শুরু হবে টেস্টের শ্রেষ্ঠত্বের লড়াই। এর মধ্যে ১২ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে।
ভারত স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post