স্পোর্টস ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের সবশেষ ম্যাচে খেলেননি মুস্তাফিজুর রহমান। ভিসা সংক্রান্ত কাজে দেশে ফিরেছিলেন বাঁহাতি এই পেসার। তবে সেই কাজ শেষে একদিন আগেই ভারতে যান এই টাইগার পেসার। শুধু তাই নয়, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একাদশে নামানো হয় কাটার মাস্টারকে। সোমবার একাদশে জায়গা পেয়েই আলো ছড়ালেন মুস্তাফিজ।
দুর্দান্ত বোলিংয়ে কলকাতার আন্দ্রে রাসেলের মতো ব্যাটারকেও নাকানি চুবানি খাওয়ালেন, আউট করলেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ারকেও। মুস্তাফিজ আর রবীন্দ্র জাদেজার দারুণ বোলিংয়েই ৯ উইকেটে ১৩৭ রানেই আটকে গেছে কলকাতা। আসরে তৃতীয় জয় পেতে চেন্নাইয়ের দরকার ১৩৮। চলমান আসরের প্রথম তিন রাউন্ডের ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজ।
বিশ্বকাপের ভিসা প্রসেসিংয়ের কাজে মুস্তাফিজ জরুরি দেশে ফেরায় চেন্নাইয়ের হয়ে এক ম্যাচ মিস করেছেন। আর তাতে হাতছাড়া হয় পার্পল ক্যাপ। তবে সোমবার দলের পঞ্চম ও নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে দারুণ বোলিং করেছেন ফিজ। ৪ ওভারে ২২ রান খরচায় তুলে নিয়েছেন ২ উইকেট. ইকোনমি রেট ৮.৮। আর তাতে আবারও পার্পল ক্যাপ ফিরে পেলেন। এর আগে আসরে দলের প্রথম তিন ম্যাচেই খেলেন তিনি। প্রথম ম্যাচে আইপিএলে নিজের সেরা বোলিংয়ে ২৯ রানে নেন ৪ উইকেট। পরের ম্যাচে ৩০ রানে তার প্রাপ্তি ছিল ২টি। এরপর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খরুচে বোলিংয়ে তিনি একটি উইকেট পান ৪৭ রান দিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post