স্পোর্টস ডেস্কঃ আর মাত্র একদিন পর পর্দা উঠছে আইপিএলের ১৭তম আসরের। এরআগে নিজেদের দলের নাম পরিবর্তন করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখন থেকে শহরের নামের সঙ্গে মিল রেখে এখন থেকে ‘ব্যাঙ্গালুরু’ ডাকা হবে ফ্র্যাঞ্চাইজিটির নামের শেষাংশকে। চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আরসিবি আনবক্স অনুষ্ঠানে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি।
এদিকে একই অনুষ্ঠানে উদযাপন করা হয় মেয়েদের সাম্প্রতিক সাফল্যও। দলটির ইতিহাসে প্রথমবারের মতো এবার কোনো সর্বোচ্চ সাফল্য এসেছে। স্মৃতি মান্ধানাদের হাত ধরে আইপিএলে প্রথমবার শিরোপা জিতল আরসিবি, যদিও সেটি নারী আইপিএলে। এর আগে ১৬ বছরের যাত্রায় ফাইনালে জিততে পারেননি কোহলিরা।
এবারের আসরের উদ্বোধনী ম্যাচে আগামী ২২ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএলের প্রথম আসর থেকে খেললেও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post