স্পোর্টস ডেস্ক:: প্রথমবারের মতো আইপিএলে এক সঙ্গে দল পেয়েছেন তিন বাংলাদেশী ক্রিকেটার। সাকিব-মুস্তাফিজের সঙ্গে আইপিএলে যোগ হয়েছেন লিটন দাস। বাংলাদেশের এই পারফর্মার প্রথমবারের মতো খেলবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে। অন্য দুই তারকা আগ থেকেই খেলছেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে।
সাকিব আল হাসান তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন। লিটন দাসকেও দলে নিয়েছে কলকাতা। অবশ্য শুরুতে তাদের দু’জনের কেউই দল পাননি। নিলামের প্রথম ডাকে অবিক্রীত থেকে যান আফিফ, সাকিব-লিটনরা। পরবর্তীতে কলকাতা তাদেরকে ভিত্তি মূল্যেই দলে নেয়।
ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আইপিএলে কেউ খেললে তিনি খুশি হন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেরা। সেখান সুযোগ পেলে ভালো। তবে বাংলাদেশের খেলা হলে কাউকে আইপিএলে যেতে দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি।
নাজমুল হাসান পাপন সোমবার রাতে সাংবাদিকদের বলেন, ‘আইপিএল বেস্ট, সেখানে কেউ খেললে ভালো লাগে খুশি হই। তবে আমাদের জাতীয় দলের খেলা থাকলে কেউ খেলতে পারবেন না। যে এক মাস ফ্রি আছে ওই সময়টায় খেলবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00