স্পোর্টস ডেস্কঃ আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আজ চলছে আসরের ১০ম ম্যাচ। যেখানে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের।
চেন্নাইয়ের জার্সিতে টুর্নামেন্টে মুস্তাফিজের কাছ থেকে সেরাটা বের করে আনছেন মাহেন্দ্র সিং ধোনি। যদিও টুর্নামেন্ট শুরুর আগেই তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়েই সন্দেহ ছিল। তবে চেন্নাইয়ের জার্সিতে অভিষেকে দ্যুতি ছড়ান বাঁহাতি এই পেসার। বেঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরষ্কার। এরপর লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও জোড়া উইকেট নেন তিনি।
দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপ বা বেগুনি টুপির মালিক এখন বাংলাদেশের মুস্তাফিজ। আজ ইনস্টাগ্রামে বেগুন টুপি মাথায় নিয়ে খেলার অনুভূতি ব্যক্ত করেছেন তিনি।ইনস্টাগ্রামে ফিজ বলেছেন, ‘পার্পল ক্যাপ নিয়ে খেলতে পারার অনুভূতি দুর্দান্ত। আমি আমার সতীর্থ ও সমর্থকদের জন্য অভিভূত। এটা বিশেষ একটা অনুভূতি, যা ভাষায় প্রকাশ করতে পারছি না। নিশ্চিতভাবেই এটাকে অনেক দিন লালন করব। সবার সমর্থন আর ভালোবাসার জন্য ধন্যবাদ। চিরজীবন কৃতজ্ঞ থাকব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post