আইপিএলে রেকর্ড গড়ে জিতলো লক্ষ্ণৌ

0
225

স্পোর্টস ডেস্ক:: একটুর জন্য ভেঙে যেতো ক্রিস গেইলদের করা ‘রেকর্ড’। তবে তা হয়নি। আইপিএলের ইতিহাসে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ড গড়ে অবশ্য জিতেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৫৬ রানের ব্যবধানে পাঞ্জাব কিংসকে হারিয়ে শীর্ষে থাকা রাজস্থানের ঘাড়ে শ্বাস নিচ্ছে দলটি।

আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান করার ‘রেকর্ড’টি অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ক্রিস গেইলের ব্যাটে চড়ে সেদিন ব্যাঙ্গালুরু করেছিলো ২৬৩ রান। লক্ষ্ণৌ পাঞ্জাবের বিপক্ষে ২৫৭ রান তুলে। অল্পের জন্য থেকে যায় গেইলদের সর্বোচ্চ রানের রেকর্ডটি।

আগে ব্যাট করা লক্ষ্ণৌ মার্কো স্টয়নিস ও কাইল মায়ার্সদের ব্যাটে চড়ে ২৫৭ রান তুলে। জবাবে খেলতে নামা পাঞ্জাব কিংস ২০১ রান থামে। ৫৬ রানের জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে লক্ষ্ণৌ। সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকা সবার উপরে রাজস্থান।

টস হেরে ব্যাট করতে নামা লক্ষ্ণৌ নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৫৭ রান তুলে মায়ার্স ও মার্কো স্টয়নিসের ব্যাটে। ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন মার্কোস স্টয়নিস। ৪০ বলের ইনিংসে তিনি ছয় চার ও পাঁচ ছক্কা হাঁকান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান করেন কাইল মায়ার্স। এছাড়াও ৪৫ রান করেন নিকোলাস পুরান। ৪৩ রান আসে বাধনীর ব্যা থেকে।

পাঞ্জাবের হয়ে কাগিসো রাবাদা ২টি উইকেট লাভ করেন।

২৫৮ রানের টার্গেটে খেলতে নামা পাঞ্জাব জিততে হলে রেকর্ড গড়তে হতো। সেটি পারেনি তারা। ২০১ রানেই গুটিয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেন তাইডী। আট চার ও দুই ছক্কায় সাজান ৩৬ বলের ইনিংসটি। ৩৬ রান করেন সিকান্দার রাজা। ২৪ রান আসে জিতেশ শর্মার ব্যাট থেকে। ২৩ রান করেন লিয়াম লিভিংস্টন।

লক্ষ্ণৌর হয়ে ইয়াস ঠাকুর ৪টি ও নাভিন উল হক ৩টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here