স্পোর্টস ডেস্ক: আইপিএলে ডাক পেলেন উইন্ডিজের জনসন চার্লস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। মূলত বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস আইপিএল ছাড়ায় তার বদলি হিসেবে চার্লসকে দলে নিয়েছে কলকাতা।
চার্লসের আন্তর্জাতিক অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। উইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯৭১ রান করেছেন তিনি। ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্কোাডের অন্যতম সদস্য এই ওপেনার।
জাতীয় দল ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি মিলিয়ে ২২৪ ম্যাচ খেলেছেন চার্লস। খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। টি-টোয়েন্টিতে তার রান ৫৬০০।
বেস প্রাইস ৫০ লক্ষ টাকা অর্থের বিনিময়ে কলকাতা স্কোয়াডে যোগ দিচ্ছেন চার্লস। যদিও এবারের আসরে খুব একটা ছন্দে নেই সাবেক দুইবারের চ্যাম্পিয়নরা। প্লে-অফের লড়াই কঠিন হয়ে আছে নিতিশ রানার দলের।
এদিকে এবারই প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। যদিও এক ম্যাচের বেশি সুযোগ পাওয়া হয়নি তার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক ম্যাচে একেবারে নিষ্প্রভ ছিলেন বাংলাদেশের এই ব্যাটার।
নিজের অভিষেক ম্যাচে ৪ মেরে রানের খাতা খুললেও ইনিংস বড় করতে পারেননি লিটন। যার ফলে পরের ম্যাচেই একাদশ থেকে জায়গা হারাতে হয় তাকে। এরপর কলকাতার জার্সিতে সুযোগ মেলেনি বাংলাদেশি এই ব্যাটারের। আয়ারল্যান্ড সফরের জন্য আইপিএল ছেড়ে এমনিতেই ৫ মে’র মধ্যে ইংল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল লিটনের। কিন্তু পারিবারিক সমস্যার কারণে গত ২৮ এপ্রিল দেশে ফিরেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post