স্পোর্টস ডেস্কঃ বিস্ফোরক ব্যাটিংয়ে আইপিএলে সেঞ্চুরি খরা কাটালেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। শুক্রবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। ইনিংসের শেষ বলে ছয় হাঁকিয়ে মাইলফলকে পা রাখা সূর্য ৪৯ বলে অপরাজিত থাকেন ১০৩ রানে।
সূর্য তাঁর ইনিংসটি ১১ চার ও ৬ ছক্কার মারে সাজান। সবমিলিয়ে আইপিএলের নিজের একাদশ আসরে এসে ১৩৫তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। ১১৯ ইনিংসে তার ফিফটির সংখ্যা ২০টি। এর আগে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল মাতিয়েছেন এই ডানহাতি। তবে এবারই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
২০২১ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন সূর্য। এই সংস্করণে জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচে ১৩ ফিফটির সঙ্গে ৩টি সেঞ্চুরি আছে তার। দীর্ঘদিনের আইপিএল যাত্রায় এই প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। সূর্যের মাইলফলকের ম্যাচে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে মুম্বাই সংগ্রহ পায় ২১৮ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post