স্পোর্টস ডেস্কঃ আইপিএলের আগামী আসরের জন্য অধিনায়কের নাম ঘোষণা করল সানরাইজার্স হায়দ্রাবাদ। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার অ্যাইডেন মার্করাম অধিনায়কের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আইপিএলের দলটি। সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন মার্করাম। এবার আইপিএলেও তাঁকে অধিনায়কত্বের ভূমিকায় দেখা যাবে।
আইপিএলের গত আসরে হায়দ্রাবাদের হয়ে ৪০.৫৪ গড়ে এবং ১৩৯ স্ট্রাইক রেটে মোট ৩৮১ রান করেছিলেন মার্করাম। এছাড়া জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৩১ টি-টোয়েন্টি ম্যাচে ৮৭৯ রান করেছেন তিনি। যেখানে তাঁর স্ট্রাইক রেট ১৪৭.৭৩। আইপিএলে ২০ ম্যাচে ৫২৭ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। হায়দ্রাবাদ ছাড়াও পাঞ্জাব কিংসের জার্সিতে খেলেছেন মার্করাম। ওপেনিং থেকে মিডল অর্ডার, সব জায়গাতেই খেলতে পারেন তিনি।
হায়দ্রাবাদ স্কোয়াড- আব্দুল সামাদ, অ্যাইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক, হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, হেনরিখ ক্লাসেন, আদিল রশিদ, মায়াঙ্ক মারকান্ডে, বিভ্রান্ত শর্মা, সমর্থ ব্যাস, সানবীর সিং, উপেন্দ্র দাগর, মেয়াঙ্ক দাগর, নীতিশ কুমার রেড্ডি, আনমোলপ্রীত সিং, আকিল হোসেন, অভিষেক শর্মা, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি ও কার্তিক ত্যাগী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০