স্পোর্টস ডেস্কঃ আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জেতানো প্যাট কামিন্সকে নেতৃত্বের ভার দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে হায়দ্রাবাদ।
২০১৬ সালের পর থেকে আর আইপিএল ট্রফির দেখা পায়নি হায়দ্রাবাদ। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৬ সালে। এবার আসন্ন আইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। আসর শুরুর আগে তাই নেতৃত্বের ভার তুলে দেওয়া হল এমন একজনের হাতে, যাঁর নেতৃত্বে মাস চারেক আগে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।
গত আসরে হায়দ্রাবাদকে নেতৃত্ব দিয়েছিলেন এইডেন মারক্রাম। কিন্তু দক্ষিণ আফ্রিকার তারকার হাতেও ভাগ্য ফেরেনি। এবার তাই কামিন্সের ওপর আস্থা রাখল ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে আইপিএলে খেললেও কোনোদিন নেতৃত্ব দেননি কামিন্স। এদিকে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে ২০ কোটি টাকা দাম পেরিয়ে যান তিনি। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় অজি পেসারকে কেনে হায়দ্রাবাদ। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে ছিলেন কামিন্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post