স্পোর্টস ডেস্কঃ আইপিএলে নিজের ১০০তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শনিবার এই উইকেটকিপার ব্যাটারের ৫৮ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাল রাজস্থান রয়্যালস। তাতে ঢাকা পড়ে যায় বিরাট কোহলির সেঞ্চুরি।
প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ৩ উইকেটে ১৮৩ রান, যেখানে ৭২ বলে ১১৩ রানই কোহলির। কিন্তু বাটলার, সঞ্জু স্যামসনের সৌজন্যে রাজস্থান জয় তুলে ফেলে ৫ বল আর ৬ উইকেট হাতে রেখেই। এ নিয়ে ৫ ম্যাচের ৪টিতেই হারলো বেঙ্গালুরু। বর্তমানে পয়েন্ট টেবিলে অষ্টমস্থানে আছে ফাফ ডু প্লেসির দল।
এবারের আইপিএলে রান পাচ্ছিলেন না জন্য বাটলারকে নিয়ে সমালোচনা কম হয়নি। আগের তিন ম্যাচে ৮৫ স্ট্রাইকরেটে মাত্র ৩৫ রান করেছিলেন ইংলিশ ওপেনার। তবে সমালোচনা উড়িয়ে দিতে শততম ম্যাচকেই বেছে নিলেন রাজস্থান তারকা। বাটলার অবশ্য ১০০তম ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান নন।
এর আগে ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে নিজের একশতম ম্যাচে অপরাজিত ১০৩ রান করেছিলেন লক্ষ্মৌ সুপার জায়ান্টসের লোকেশ রাহুল। জয়পুর গতকাল আরও বেশ কয়েকটি রেকর্ড দেখেছে। এবারের আইপিএলে ১৮টি ম্যাচ পেরিয়ে গেলেও সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না কেউ। অবশেষে গতকাল ১৯তম ম্যাচে দেখা মিলল দুটি সেঞ্চুরি। শতক হাঁকিয়েও পরাজিত দলে থাকার তালিকায় কোহলির নাম এখন সবার ওপরে। এ নিয়ে তিন বার তিন অঙ্ক ছুঁয়েও জিততে পারলেন না ভারতীয় ব্যাটসম্যান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post