স্পোর্টস ডেস্ক:: আইপিএলে ক্রিকেটারদের জন্য নতুন ১৪টি নিয়ম জারি করেছে বিসিসিআই। ক্রিকেটাররা ড্রেসিং রুমে বউ-বান্ধবীদের নিতে পারবেন না। ফিল্ডিংয়ের সময় পরতে হবে ক্যাপ। যাতায়াত করতে হবে টিম বাসে। সম্প্রতি টেস্টে ভারতের বাজে পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ক্রিকেটারদের জন্য কয়েকটি নির্দেশনা জারি করে। এর মধ্যে একটি নিয়ম ছিলো ক্রিকেটাররা এক মাসের সফরে বউ-বান্ধবীদের বিদেশ নিতে পারবেন না।
এবার আইপিএলে ১৪টি নিয়ম জারি করেছে বিসিসিআই। অনুশীলনের দিনে ৮টি নির্দেশনা মেনে চলতে হবে ক্রিকেটারদের্। ম্যাচ ডের দিনে মানতে হবে ছয়টি নির্দেশনা। এমনকি অনুশীলনের সময় কিভাবে কয়টি নেট ব্যবহার করতে হবে সেটিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। নিয়ম জারি করা হয়েছে, ফিল্ডিংয়ের সময় অন্তত পক্ষে দুই ওভার পর্যন্ত ক্যাপ পরতে হবে ক্রিকেটারদের।
বিসিসিআই জানিয়ে দিয়েছে- ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে কি ভাবে আসতে হবে ক্রিকেটারদের। ম্যাচ শেষের পুরস্কার বিতরণীতে চপ্পল আর হাতাকাটা জার্সি পরে আসা যাবে না। এই অপরাধ কোনো ক্রিকেটার করে থাকলে প্রথমবার সতর্ক করা হবে, পরেরবার থেকে জরিমানা গুণতে হবে।
ম্যাচ ডেতে মাঠে হিটিং প্রেকটিসের সময়ও নিয়ম মানতে হবে ক্রিকেটারদের। জানিয়ে দেওয়া হয়েছে, ম্যাচ ডেতে সংশ্লিষ্ট দল অনুশীলন করতে পারবে না। অনুশীলনের জন্য ফ্র্যাঞ্চাইজিরা উন্মুক্ত কোনো নেট পাবে না।
ম্যাচ ডেতে নিচের ছয়টি নির্দেশনা মেনে চলতে হবে ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজিদের;
১. অ্যাক্রিডিটেশন পাওয়া সব স্টাফকে মাঠে অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যেতে হবে। যদি কেউ ভুল করেন, তাহলে প্রথমবার সতর্ক করে দেওয়া হবে, দ্বিতীয়বার ভুল হলে দলগুলোকে আর্থিক জরিমানা করা হবে।
২. হিটিং নেট দেওয়ার পরও অনেক খেলোয়াড় অনুশীলনের সময় এলইডি বোর্ডে বল মারে। দলগুলোকে এটা এড়াতে অনুরোধ করা হচ্ছে।
৩. এলইডি বোর্ডের সামনে সাপোর্ট স্টাফদের কেউ বসতে পারবেন না। দ্বাদশ খেলোয়াড় তোয়ালে আর পানির বোতল নিয়ে কোথায় বসবেন, সেটা স্পনসর টিম নির্ধারণ করে দেবে।
৪. খেলোয়াড়দের কমলা ও বেগুনি ক্যাপ পরতে হবে। কোনো খেলোয়াড় যদি কোনো কারণে ক্যাপ না পরে, তাহলে অন্তত প্রথম দুই ওভার পর্যন্ত ক্যাপ পরতে অনুরোধ করা হয়েছে।
৫. ম্যাচ শেষের পুরস্কার বিতরণীতে চপ্পল আর হাতাকাটা জার্সি পরে আসা যাবে না। এটা প্রথমবার না মানলে সতর্ক করে দেওয়া হবে, দ্বিতীয়বার আর্থিক জরিমানা করা হবে।
৬. ম্যাচের দিন মাত্র ১২ জন সাপোর্ট স্টাফকে অ্যাক্রিডিটেশন দেওয়া হবে, এর মধ্যে দলের চিকিৎসকও থাকবেন।
অনুশীলনের দিনে নিচের আট নির্দেশনা মানতে হবে আইপিএল দলগুলোকে;
১. অনুশীলন এলাকায় দলগুলো দুটি নেট পাবে এবং একটি সাইড উইকেট বরাদ্দ থাকবে। মুম্বাই ভেন্যুর ক্ষেত্রে ম্যাচের দুই দল যদি একই সময়ে অনুশীলন করে, প্রতিটি দল দুটি করে উইকেট পাবে।
২. উন্মুক্ত কোনো নেট পাবে না কোনো দল।
৩. কোনো দল যদি নির্ধারিত সময়ের আগেই অনুশীলন শেষ করে ফেলে, অন্য দল পিচ ব্যবহারের অনুমতি পাবে না।
৪. ম্যাচের দিনে অনুশীলনের কোনো সুযোগ থাকবে না।
৫. ম্যাচের দিনে কোনো দল মূল মাঠে খেলোয়াড়দের ফিটনেস টেস্ট নিতে পারবে না।
৬. অনুশীলনের দিনে শুধু অ্যাক্রিডেটেড ব্যক্তিরাই ড্রেসিংরুম ও মাঠে থাকতে পারবে। খেলোয়াড়দের পরিবারের সদস্য বা বন্ধুবান্ধবকে ভিন্ন গাড়িতে যাতায়াত করতে হবে। মাঠে খেলোয়াড়দের অনুশীলন তাঁরা দেখতে পারবেন হসপিটালিটি বক্স থেকে।
৭. অনুশীলনে যাওয়ার সময় খেলোয়াড়েরা টিম বাস ব্যবহার করবেন। দল দুই ভাগে ভাগ হয়ে অনুশীলনে যেতে পারে।
৮. অনুশীলনের দিন আর ম্যাচ দিবসে ফিটনেস–সম্পর্কিত কোনো বিষয়ে দলগুলোর অনুরোধ থাকলে, সেটা ভেন্যু ম্যানেজারকে জানাতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০