আইপিএল অভিষেক শচীনপুত্র অর্জুনের ও মার্কো জেনসেনের ভাই ডুয়ানের

0
49

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নেমেছে সর্বোচ্চ পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এর আগে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচের টস।

আর সেই টস জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক সূর্যকুমার যাদব। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে নীতিশ রানা নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। টস হারলেও পছন্দ অনুযায়ী আগে ব্যাটিংই পেয়েছে দলটি।

এই ম্যাচে শুরুতে খেলছেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। যার ফলে, মুম্বাইয়ের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার। তবে শুরুতে না থাকলেও, মুম্বাইয়ের ইমপ্যাক্ট সাব লিস্টে রোহিত শর্মার নাম আছে। ধারণা করা হচ্ছে, ব্যাটিং ইনিংসের সময় রোহিত নামবেন কোনো এক খেলোয়াড়ের বদলি হয়ে।

শুধু এটিই না, একাদশে আরও চমক আছে। একাদশে সুযোগ হয়েছে অর্জুন টেন্ডুলকারের। যিনি কিনা ভারতের ব্যাটিং ঈশ্বর অর্জুন টেন্ডুলকারের পুত্র। এই ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক হচ্ছে অর্জুনের। এর আগে মুম্বাইয়ের নেট বোলার, পরবর্তীতে নিলাম থেকে দলে অন্তর্ভুক্তিসহ ফ্র্যাঞ্চাইজিটির সাথেই ছিলেন। তবে এই প্রথম ম্যাচ খেলতে নামছেন শচীনপুত্র।

শুধুমাত্র অর্জুন নয়, দক্ষিণ আফ্রিকার ডুয়ান জেনসেনেরও আইপিএল অভিষেক হয়েছে এই ম্যাচ দিয়ে। এই পেসার মূলত দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে মুম্বাইয়ের মালিকাধীন দল এমআই কেপ টাউনের হয়ে খেলেছেন। এবার আইপিএলের দরজাও খুলেছে। ডুয়ান আবার প্রোটিয়াদের আরেক তারকা পেসার মার্কো জেনসেনের ভাই। মার্কো জেনসেন এবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন।

কলকাতা নাইট রাইডার্স একাদশ
নীতিশ রানা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কেটেশ আইয়ার, নারায়ণ জগদীশন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন ও বরুণ চক্রবর্তী।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ
সূর্যকুমার যাদব (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, ইশান কিষাণ, তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ভাদেরা, অর্জুন টেন্ডুলকার, হৃত্তিক শোকেন, পিযূষ চাওলা, ডুয়ান জানসেন ও রাইলি মেরেডিথ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here