স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নেমেছে গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। গুজরাটের ঘরের মাঠ আহমেদাবাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়েছে।
আর টস জিতেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাটিং করতে নামছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স।
এই ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স একাদশে তিনটি পরিবর্তন এনেছে। এর মধ্যে সবচেয়ে বড় খবর আইপিএলে অভিষেক হচ্ছে দাসুন শানাকার। শ্রীলঙ্কার এই অধিনায়ক নিউজিল্যান্ড তারকা কেন উইলিয়ামসনের পরিবর্তে সুযোগ পান গুজরাটে। এবার প্রথম ম্যাচ খেলতে নামছেন আইপিএলে। শানাকার অভিষেকের দিনে গুজরাটের একাদশে ফিরেছেন সাই সুদর্শন ও যশ দয়াল।
এদিকে হায়দ্রাবাদও নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। একাদশ থেকে বাদ পড়েছেন বিদেশি তারকা গ্লেন ফিলিপস। তার পরিবর্তে একাদশে ফিরেছেন মার্কো জেনসেন।
গুজরাট টাইটান্স একাদশ
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, ডেভিড মিলার, দাসুন শানাকা, রাহুল তেভাটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ শামি, ও মোহিত শর্মা।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ
এইডেন মার্করাম (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, সানভির সিং, মার্কো জেনসেন, ভুবনেশ্বর কুমার, মৈয়াঙ্ক মার্কান্ডে, ফজলহক ফারুকী ও থাঙ্গারাসু নটরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post