আইপিএল আমাদের কাছে স্বপ্নের মতোঃ আইরিশ অধিনায়ক

0
22

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের বর্তমান বাজারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চাহিদা বেশ তুঙ্গে। দিন যত যাচ্ছে, ততই ক্রিকেটে প্রভাব বিস্তার করছে আইপিএল। টাকার ঝনঝনানির সাথে ক্রিকেটের মান, আইপিএলকে নিয়ে গেছে সব টুর্নামেন্টের সেরার কাতারে।

ভারতীয় তো বটেই বিদেশি ক্রিকেটাররা অপেক্ষায় থাকেন আইপিএলে খেলতে। শত শত ক্রিকেটারের স্বপ্ন আইপিএলে খেলা। তবে খেলার সুযোগ হয় খুব কম ক্রিকেটারেরই। বিশেষ করে তুলনামূলক ছোট দলগুলোর ক্রিকেটাররা সুযোগ পান না খুব একটা। যাদের মধ্যে একটা দেশ হলো আয়ারল্যান্ড।

খুব একটা সুযোগ হয় না আইরিশ ক্রিকেটারদের। যা নিয়ে নিশ্চিতভাবেই আফসোস আছে তাদের। তবে বাস্তবতা মেনে নিয়েছেন তারা। আইপিএল খেলা তাদের কাছে স্বপ্ন বলে জানিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। তবে নিজেদেরও যে মানসম্পন্ন এবং ভালো ক্রিকেটার আছে, সেটি জানিয়ে রেখেছেন তিনি।

বালবার্নি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদের বেশ ভালো কিছু ক্রিকেটার আছে। আমরা জানি আইপিএলে সুযোগ পেতে কী পরিমাণ প্রতিযোগীতামূলক ক্রিকেট খেলতে হয়। এটা আমাদের অনেক বড় স্বপ্নের জায়গা। এটি টি-টোয়েন্টি ক্রিকেটের একেবারে সবার ওপরে।’

বালবার্নি আরও বলেন, ‘আইপিএলে যারা খেলে, তারা দারুণ উন্নতি করতে পারে। বিশ্বের বিভিন্ন লিগে আমাদের অনেক ক্রিকেটার আছে, কিন্তু আইপিএলে নেই। তারা যখন আয়ারল্যান্ড দলে আসে, তখন অভিজ্ঞতা নিয়েই আসে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here