Home ক্রিকেট দেশের ক্রিকেট আইপিএল ইস্যুতে কড়া জবাব দিলেন লিটন

আইপিএল ইস্যুতে কড়া জবাব দিলেন লিটন

0
87

স্পোর্টস ডেস্কঃ আইপিএল ছেড়ে জাতীয় দলের সঙ্গে লন্ডনে যোগ দিয়েছেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। আর সেখানে অবস্থান করা লিটন দাস দেশীয় সাংবাদিকদের উদ্দেশ্য করেই ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটা ছবি শেয়ার করে বেশ কিছু কথা লেখেন লিটন। মূলত আইপিএল ছেড়ে তার দেশে ফেরত আসা প্রসঙ্গে দেশীয় একটি সংবাদমাধ্যম ‘বানোয়াট’ খবর প্রকাশিত করেছে, নিজের ঐ পোস্টে এমনটাই লিখেছেন লিটন।

প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে যাত্রাটা সুখকর হয়নি বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটনের। কলকাতা নাইট রাইডার্সের একাদশে মাত্র এক ম্যাচ সুযোগ পাওয়া এই ওপেনার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নি। এরপর আর সুযোগ পান নি কলকাতার একাদশে।

গত ২৮ এপ্রিল ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে আসেন লিটন। আর সেটি প্রসঙ্গে আজ রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। লিটন তাঁর পোস্টে লিখেন, ‘প্রিয় সাংবাদিক, আপনাদের উপর পূর্ণ সম্মান রেখেই বলতেছি আপনারা দয়া করে কোনো কিছু নিশ্চিত না হয়ে শুধুমাত্র কল্পনার জগতে বাস করে নিউজ করবেন নাহ। এই খবরটি পুরোপুরি বানোয়াট! মানুষের ব্যক্তিগত জীবনকে সামান্য কিছু টিআরপি’র জন্য সবার সামনে হাস্যকরভাবে তুলে ধরবেন নাহ। দিন শেষে আপনারা হলুদ সাংবাদিকতা থেকে দয়া করে দূরে থাকুন এবং সুস্থ মন মানসিকতার হয়ে সুন্দর এবং সত্য খবর মানু্ষের সামনে তুলে ধরুন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/ডেস্ক/১১০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here