স্পোর্টস ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে ভারতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আজ সকালে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই তথ্য।
মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের এক ফ্লাইটে মুস্তাফিজ ভারত রওনা দেন। নিজের ফেইসবুক পাতায় তিনি লিখেছেন, ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি এবং রোমাঞ্চিত। ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলার পথে আছি। আমি যেন আমার সেরাটা দিতে পারি সেজন্য দোয়া করবেন।’
চেন্নাই সুপার কিংস হতে যাচ্ছে মুস্তাফিজের পঞ্চম আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন। ২০১৬ সালে হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করাতে দারুণ অবদান রাখেন বাঁহাতি এই পেসার।
এদিকে সোমবার শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন মুস্তাফিজ। তৃতীয় ম্যাচে একাদশে জায়গা পেয়ে ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন তিনি। ক্র্যাম্পের কারণে নিজের স্পেলের শেষ ওভার করতে পারেননি তিনি, মাঠ ছেড়েও চলে যান। তবে ম্যাচশেষে মুস্তাফিজ জানিয়েছেন ভালো আছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post