Home ক্রিকেট ক্লাব ক্রিকেট আইপিএল খেলতে ভারত রওয়ানা দিলেন লিটন

আইপিএল খেলতে ভারত রওয়ানা দিলেন লিটন

0
69

নিজস্ব প্রতিবেদকঃ গত শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হওয়ায় লিটন দাসের আইপিএল খেলা নিয়ে আপাতত আর কোনো বাধা নেই। অবশেষে তাঁর আইপিএল খেলতে যাওয়ার অপেক্ষা শেষ হয়েছে। রোববার সন্ধ্যায় তিনি উড়াল দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে।

কলকাতা আজ খেলছে গুজরাটে। সেখানে খেলে তারা ফিরবে কলকাতায়। সাবেক আইপিএল চ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে। আগামী ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সের সেই ম্যাচে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন। রোববার সন্ধ্যায় তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এদিকে লিটনের আইপিএলে যোগ দেওয়া নিয়ে কলকাতা এক বিবৃতিতে জানায়, ‘লিটন ঢাকা থেকে সরাসরি কলকাতায় কলকাতা শিবিরে যোগ দেবে। ঘরের মাঠে আমাদের পরবর্তী ম্যাচ (আগামী ১৪ এপ্রিল) থেকেই লিটনকে পাওয়া যাবে।’

প্রসঙ্গত, পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না বলে লিটনের জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসান শেষ পর্যন্ত যাননি আইপিএলে। এই বাঁহাতি অলরাউন্ডারেরও খেলার কথা ছিল কলকাতাতে। সাকিবের জায়গায় জেসন রয়কে দলে নিয়েছে কলকাতা। আর আরেক বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আছেন দিল্লি ক্যাপিটালস স্কোয়াডে।

আইপিএল খেলতে বিসিবি ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছে আগামী ৪ মে পর্যন্ত। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে সুপার লিগের ম্যাচ আছে। সেগুলোতে খেলতে হবে লিটন ও মুস্তাফিজকে। আইরিশদের বিপক্ষে সেই সিরিজের দলও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। সেই দলে আছেন লিটন-মুস্তাফিজ।

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড-

নিতিশ রানা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং, নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরালিয়া, মানদীপ সিং, লিটন দাস ও জেসন রয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here