নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ সাড়ে তিন দিনেই। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার মিশনে লিটন দাস। জাতীয় দলের ব্যস্ততা শেষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অপেক্ষায় এই তারকা। এই প্রথমবার আইপিএল খেলতে যাচ্ছেন তিনি।
সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে পারিবারিক কারণ দেখিয়ে আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। যার ফলে বাংলাদেশি সমর্থকদের কেন্দ্রবিন্দুতে এখন লিটন। দিল্লি ক্যাপিটালসের হয়ে ইতিমধ্যেই মুস্তাফিজুর রহমান চলে গিয়েছেন আইপিএল খেলতে।
তবে লিটনকে নিয়ে যত বেশি আলোচনা, সেই তুলনায় খানিকটা কম আলোচনা ফিজকে নিয়েই। কেননা দারুণ ফর্মে আছেন লিটন, তার ওপর প্রথমবার খেলতে যাচ্ছেন। একাদশে সু্যোগ পাওয়ার সম্ভাবনাও আছে। আর তাই সমর্থকরা অপেক্ষায় আছেন কবে যাচ্ছেন লিটন আইপিএল খেলতে।
লিটনের যাওয়া নিয়ে খানিকটা ধুম্রজাল ছিল। ঠিক কবে যাচ্ছেন, তা নিয়ে স্পষ্টত বলা যাচ্ছিল না কিছু। অবশ্য সেটি এখন অনেকটাই কেটে গেছে। সব ঠিক থাকলে ৯ এপ্রিল, রোববারই আইপিএল খেলতে দেশ ছাড়ছেন লিটন। টাইগারদের উইকেটরক্ষক এই ব্যাটারের শুরুতে ১০ এপ্রিল যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।
লিটনের খেলার কথা ছিল আবাহনী লিমিটেডের হয়ে ডিপিএলের ম্যাচও। তবে সেটি হচ্ছে না আর। এর আগেই আইপিএল খেলতে ভারত উড়াল দিচ্ছেন বলে জানা গেছে। যদিও রোববার কখন ফ্লাইটে ধরবেন, সেই ব্যাপারে কিছু জানা যায়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post