আইপিএল খেলা হচ্ছে না বুমরার

0
60

স্পোর্টস ডেস্ক:: ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরার এবারের আইপিএল খেলা হচ্ছে না। আগামি ৩১ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের আসর। নিজ দেশের সর্বোচ্চ এবং বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগে দর্শক থাকতে হচ্ছে ভারতীয় দলের এই পেসারকে।

ক্রিকইনফো জানিয়েছে, বুমরার পিঠের ব্যাথা কোনো ভাবেই কমছে না। যার কারণে তার পিঠে অস্ত্রোপাচার করতে হবে। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে বিসিসিআইয়ের মেডিকেল দল চিকিৎসা করছে বুমরার। মেডিকেল দল জানিয়েছে, এই তারকার পিঠের ব্যাথা কমাতে হলে অস্ত্রোপাচার করতে হবে।

সামনেই ওয়ানডে বিশ্বকাপ। রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত ফাইনালে উঠলে ৭ জুন থেকে ওভালে হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা যাবে না এই তারকাকে। বিসিসিআই সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে তার অস্ত্রোপাচারের ব্যাপারে। বোর্ডের কর্মকর্তারা মেডিকেল দলের সঙ্গে বসেই এ বিষয়ে করণীয় নির্ধারণ করবেন।

দীর্ঘ দিন থেকে মাঠের বাইরে এই পেসার। চোটের কারণে খেলতে পারেননি গত টি-২০ বিশ্বকাপও। আগামি অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে পরিকল্পনা করেই বুমরার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির বোর্ড।

গত বছরের আগস্টে চোটে পড়েন বুমরা। এরপর মিস করেছেন এশিয়া এবং বিশ্বকাপ। এবার মিস করতে যাচ্ছেন আইপিএলও। বেশ কয়েকবার মাঠে ফেরার চেষ্টা করলেও পারেননি এই তারকা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here