স্পোর্টস ডেস্কঃ চেন্নাই সুপার কিংস সার্ভিস পাবে না বেন স্টোকসের। লিগ পর্ব শেষ করেই ইংল্যান্ডে চলে যাবেন এই অলরাউন্ডার। মাহেন্দ্র সিং ধোনির দল প্লে-অফে এই ইংলিশ তারকাকে পাবে না, এক বিবৃতিতে চেন্নাই ফ্রাঞ্চাইজি বিষয়টি নিশ্চিত করেছে। চলতি আইপিএলে মাত্র ২ ম্যাচ খেলেছেন স্টোকস। এরপর চোটে পড়েন তিনি। দলের সাথে থাকলেও তাই খেলা হয় নি তাঁর। এবার ফিরে যাচ্ছেন দেশে। মূলত আসন্ন অ্যাশেজের প্রস্তুতি নিতেই আগেভাগে আইপিএল ছাড়ছেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
পুরোনো হাঁটুর চোট নিয়ে ভুগছিলেন স্টোকস। তবে আইপিএলের আগে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ভারতে গিয়েছিলেন। এর আগে নিলাম থেকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাঁকে কিনে নেয় চেন্নাই। তাঁকে নিয়ে ধোনির দলের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু একাদশে সুযোগ পাওয়া দুটি ম্যাচে তিনি করেছিলেন যথাক্রমে ৭ ও ৮ রান। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে বোলিং করা একমাত্র ওভারে দিয়েছিলেন ১৮ রান।
দেশে ফিরে টেস্টের প্রস্তুতি শুরু করবেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট মৌসুম শুরুর আগে প্রস্তুতির জন্য নিজেকে পর্যাপ্ত সময় তিনি দেবেন। লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ১ জুন থেকে শুরু ইংল্যান্ডের নতুন মৌসুম। অ্যাশেজ শুরু ১৬ জুন। এর আগে নিজের বোলিং নিয়ে কাজ করার কথা রয়েছে ডানহাতি এই মিডিয়াম পেসারের। যদি বোলিংয়ের ফিটনেস ফিরে না পান তিনি, তাহলে অধিনায়ক ও ব্যাটার কোটায় আইরিশদের বিপক্ষে টেস্টে দেখা যেতে পারে স্টোকসকে। ইংলিশদের অধিনায়ক হিসেবে সাদা পোশাকে দারুণ রেকর্ড গড়েছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post