স্পোর্টস ডেস্কঃ আগামী মাসের শুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টাইগারদের বিপক্ষে সেই সিরিজ খেলতে আইপিএল ছাড়লেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। চলমান আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে খেলছিলেন তিনি।
আইপিএল ছেড়ে যাওয়ার ব্যাপারটি আজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ করা এক পোস্টে জানিয়েছেন রাজা, ‘আমাকে নেওয়ার জন্য পাঞ্জাব কিংস, আইপিএল এবং ভারতকে ধন্যবাদ। প্রতিটি মিনিট উপভোগ করেছি। এখন জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময়। ইনশা আল্লাহ আবার দেখা হবে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে আবারও আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন রাজা। ১৫ মে রাজস্থান রয়্যালস এবং ১৯ মে সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে তাঁকে পেতে পারে পাঞ্জাব কিংস। চট্টগ্রামে ৩ মে হবে বাংলাদেশের–জিম্বাবুয়ে প্রথম টি–টোয়েন্টি। সিরিজটি শেষ হবে ১২ মে। আইপিএল শেষ হবে ২৬ মে।
সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যথাক্রমে আগামী ৩, ৫ ও ৭ মে। তারপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে শেষ দুই টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের সিরিজে সকাল, বিকেল ও রাত—এই তিন সময়ে শুরু হবে ম্যাচগুলো। প্রথম, দ্বিতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। তৃতীয় ম্যাচ হবে বেলা ৩টা থেকে আর পঞ্চম ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজ-
প্রথম টি-টোয়েন্টি: ৩ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৫ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি: ৭ মে, বিকেল ৩টায়, চট্টগ্রাম
চতুর্থ টি-টোয়েন্টি: ১০ মে, সন্ধ্যা ৬টায়, মিরপুর
পঞ্চম টি-টোয়েন্টি: ১২ মে, সকাল ১০টায়, মিরপুর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post