স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ১৬তম আসর সুখকর হলো না জোফরা আর্চারের। চোটের সাথে দীর্ঘদিন থেকে লড়াই করছেন দীর্ঘদেহী এই বোলার। এবার আইপিএলের শেষদিকে এসে আর খেলা হচ্ছে না তাঁর। ফিরে যেতে হচ্ছে দেশে। আর্চারের দেশে ফিরে যাওয়ার খবর মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্স।
আর্চারকে ছাড়া আজ মাঠে নামছে মুম্বাই। প্রতিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রাতে ঘরের মাঠে বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের বিপক্ষে খেলবে মুম্বাই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্চারকে না পাওয়া খানিকটা হলেও ভোগাবে সাবেক পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। যদিও চলতি আসরে পাঁচটির বেশ ম্যাচ খেলা হয় নি বিশ্বজয়ী এই পেসারের।
এবারের আইপিএলে চোটে কাবু আর্চার সবমিলিয়ে খেলেছেন ৫ ম্যাচ। ডানহাতি এই পেসার ৫ ম্যাচে ৯৫ গড়ে ও ওভার প্রতি ৯.৫ ইকোনমি রেটে মাত্র ২ উইকেট নিতে সক্ষম হয়েছেন। এদিকে এবারের আসরে তৃতীয় পেসারকে হারাল মুম্বাই। রোহিত শর্মার দল এর আগে জাসপ্রিত বুমরাহ, ঝাই রিচার্ডসনকে পুরো আসরে পাবে না। এবার তারা মিস করবে আর্চারের সার্ভিস।
মঙ্গলবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে আর্চারের বদলি ক্রিকেটারের নাম। বিশ্বকাপজয়ী ক্রিস জর্ডানকে দলে নিয়েছে তারা। মুম্বাই লিখেছে, ‘আর্চারের পুনরুদ্ধার এবং ফিটনেস ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। সে তার পুনর্বাসনে ফোকাস করতে দেশে ফিরে যাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০