স্পোর্টস ডেস্ক:: ফর্মে ফিরতে যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে আশ্রয় নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে বাজে ফর্মের কারণে তিনি যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগের ক্লাব ওয়াশিংটন ফ্রিডমে যোগ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের এই লিগে খেলার জন্য ইতিমধ্যে অস্ট্রেলিয়ার আরো দুই ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। ট্রাবিস হেড ও স্টিভ স্মিথ মেজর লিগ ক্রিকেটে খেলবেন। ওয়াশিংটন ফ্রিডমের সঙ্গে এই দুই ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন।
যুক্তরাষ্ট্রে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ম্যাক্সওয়েল বলেন, ‘এটি এমন একটি টুর্নামেন্ট যা আমি গত বছর দূর থেকে দেখেছিলাম। অত্যন্ত আগ্রহের সঙ্গে আশা করছিলাম, একদিন এই টুর্নামেন্টে খেলতে পারবো। সৌভাগ্যবশত এই বছর সেই সুযোগ হয়েছে।’
আইপিএল থেকে বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল। আগামি টি-২০ বিশ্বকাপের পরপরই শুরু হবে যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেট মেজর লিগ সকারের দ্বিতীয় আসর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post