স্পোর্টস ডেস্ক:: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। এই সফরে আইপিএলে থাকা নিউজিল্যান্ডের ৯ ক্রিকেটার খেলবেন না। ভারতে থাকা ক্রিকেটারদের বাদ দিয়েই দল ঘোষণা করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান সিরিজের জন্য। এক বছর পর দলে ফিরেই নেতৃত্ব পেয়েছেন মাইকেল ব্রেসওয়েল। পায়ের চোটের জন্য দলের বাইরে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
প্রথমবারের মতো নিউজিল্যান্ডের জার্সিতে টি-২০ ফরম্যাটে মাঠে নামার অপেক্ষায় আছেনটিম রবিনসন ও উইল ও’রর্কে। আইপিএলে থাকা কিউ ক্রিকেটার ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্রা, মিচেল স্যান্টনার এবং কেন উইলিয়ামসনরা পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলছেন না।
পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগামি ১৮ এপ্রিল থেকে শুরু হবে টি-২০ ম্যাচ। একই ভেন্যুতে ২০ এপ্রিল দ্বিতীয় ও ২১ এপ্রিল তৃতীয় টি-২০ ম্যাচ হবে। শেষের দু’টি ম্যাচ হবেলাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৫ ও ২৭ এপ্রিল।
নিউজিল্যান্ড স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও’রকে, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post