স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসর থেকে ছিটকে গেছেন জয়দেব উনাদকাট। ভারতের এই বাঁহাতি পেসার আর খেলতে পারবেন না। কাঁধের ইনজুরিতে টুর্নামেন্টের মাঝপথ থেকেই ছিটকে যেতে হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের এই পেসারকে।
মূলত গেল ৩০ এপ্রিল, রোববার নেটে অনুশীলনের সময় বল করতে গিয়ে পাশে থাকা দড়ির সাথে পা বেঁধে যাওয়ায়, পড়ড়ে যান মাটিতে। আর সে সময়ই বাম কাঁধে চোট পান উনাদকাট। প্রাথমিক অবস্থায় দলের ফিজিও চিকিৎসা সারেন, ব্যান্ডেজও লাগাতে দেখা যায়। চোট এতটাই গুরুতর যে, স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে শেষ পর্যন্ত আর খেলা হচ্ছে না উনাদকাটের।
যদিও এই নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এখন পর্যন্ত লখনৌ সুপার জায়ান্টস। দলটির পক্ষ থেকে কোনো বদলি ক্রিকেটারের নামও ঘোষণা করা হয়নি।
এদিকে জাতীয় দলের ক্রিকেটার হওয়ায় বিসিসিআই পর্যবেক্ষণ করছে উনাদকাটের চিকিৎসা। মুম্বাইয়ে এক বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হয়েছে হয়েছে বিসিসিআইয়ের মেডিকেল দলের পক্ষ থেকে। পুনর্বাসনের জন্য ব্যাঙ্গালোরে অবস্থিত বিসিসিআইয়ের জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হয়েছে উনাদকাটকে।
বর্তমানে উনাদকাট ভারতের টেস্ট দলের বিবেচনায় আছেন। আর সামনেই আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই দলের বিবেচনায় ভালোভাবেই আছেন উনাদকাট। আর তাই বিসিসিআইয়ের বাড়তি চিন্তা। যদিও জুনের শুরুতে হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।
এবারের আইপিএলে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন উনাদকাট। সব মিলিয়ে ৮ ওভার বোলিং করে ৯২ রান খরচ করলেও, কোনও উইকেট পাননি এই পেসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা