স্পোর্টস ডেস্কঃ আইপিএলের আসন্ন আসর থেকে নাম সরিয়ে নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান হ্যারি ব্রুক। আইপিএলের মিনি নিলামে তাকে ৪ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে আসর শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন এই ব্যাটার।
গত আইপিএলের আগে নিলামে ব্রুককে দলে টানে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি। ২১ গড়ে করেন স্রেফ ১৯০ রান। পরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর নিলাম থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে নেয় দিল্লি। কিন্তু তাঁর সার্ভিস পাবে না দলটি।
আগামী ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে দিল্লি। এদিকে এভাবে হঠাৎ করে নাম ব্রুকের প্রত্যাহারের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না দিল্লি। বিসিসিআইকে তারা জানিয়েছে, ‘যদি কোনো ক্রিকেটার একবার নিলামের জন্য নাম অন্তর্ভূক্ত করেন, তাদের উচিৎ এই প্রতিশ্রুতিকে সম্মান জানানো। এরপর কারও নাম প্রত্যাহার করা অপেশাদার আচরণ এবং এ বিষয়টি বিসিসিআইয়ের দেখা উচিৎ।’
এর আগে ইংল্যান্ডের আরেক তারকা ওপেনার জেসন রয় পারিবারিক কারণ ও মানসিক অবসাদ কাটাতে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন। গেল আসরে সাকিব আল হাসানের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন রয়। এবারও দলটির হয়ে মাঠ মাতানোর কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই তিনি আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন। তাঁর দেখানো পথে হেঁটেছেন স্বদেশী ব্রুকও। এর আগে ভারতের মাটিতে সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজে খেলার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে এই সফর থেকে নিজেকে সরিয়ে নেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post