আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স

0
81

স্পোর্টস ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্সের হয়ে আসন্ন আইপিএলে খেলতে দেখা যাবে না প্যাট কামিন্সকে। অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যস্ত সূচির কারণেই মূলত আইপিএলে খেলবেন না এই পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক।

আইপিএল না খেলা প্রসঙ্গে কামিন্স বলেন, ‘আমি কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী বছর আইপিএলে অংশ নিচ্ছি না। পরবর্তী ১২ মাসে আন্তর্জাতিক ক্রিকেট শিডিউল টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে পরিপূর্ণ। আর তাই অ্যাশেজ এবং পরবর্তী বিশ্বকাপের আগে আমি বিশ্রাম নেব।’

কলকাতা ফ্র্যাঞ্চাইজি ট্রেড উইন্ডো দিয়ে ইতোমধ্যেই তিন ক্রিকেটারকে দলে নিয়েছে। তারা গুজরাট টাইটান্সের কাছ থেকে কিনেছে লুকি ফার্গুসন ও রহমানউল্লাহ গুরবাজকে। দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে কিনেছে শার্দুল ঠাকুরকে।

এদিকে কলকাতার হয়ে আগামী আসরে খেলবেন না দলটির বিদেশি উইকেটরক্ষক স্যাম বিলিংসও। আসন্ন গ্রীষ্মে কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতেই এই সিদ্ধান্ত নেন তিনি। গতকালই (১৪ নভেম্বর) এই ঘোষণা দেন তিনি।

২০২০ সালে আইপিএল নিলামে কলকাতা ১৫.৫ কোটি টাকা দিয়ে কিনেছিল কামিন্সকে। বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন এই ফ্যাঞ্চাইজি দুইবার আইপিএল ট্রফি ঘরে তুলেছে। তারা প্রথমবার ট্রফির স্বাদ পায় ২০১২ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে। ২০১৪ সালে দ্বিতীয় শিরোপাও আসে গম্ভীরের হাত ধরেই। তারপর আর শিরোপা জেতা হয় নি কলকাতার। ২০২১ সালে ফাইনালে উঠলেও হারতে হয় চেন্নাইয়ের কাছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here