আইপিএল দেখাতে ব্যস্ত দেশের টিভি, আয়ারল্যান্ড সিরিজ দেখা নিয়ে শঙ্কা

0
54

স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ টিভিতে দেখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দেশের দু’টি টিভি মূলত খেলাধুলা সম্প্রচার করে। দু’টি টিভি এই মূহুর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট সম্প্রচার করছে। ফলে বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজ টিভিতে দেখা নিয়ে জঠীলতা তৈরি হয়েছে।

সিরিজ শুরু হতে আর মাত্র ৪ দিন বাকী। কিন্তুু এখনো জানা যায়নি এশিয়াতে কোন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে সিরিজটি। সিরিজের আয়োজক আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এখনো পর্যন্ত সম্প্রচারকারী কর্তৃপক্ষ চূড়ান্ত করতে পারেনি। আগ্রহ দেখাচ্ছে না কেউ।

বাংলাদেশে টি স্পোর্টস ও গাজী টিভি খেলাধুলার সম্প্রচার স্বত্ব কিনে থাকে এবং এই দু’টি চ্যানেলের মাধ্যমেই দর্শকেরা টাইগারদের খেলা দেখতে পারেন। কিন্তুু দু’টি টিভি চ্যানেলই আইপিএল সরাসরি সম্প্রচার করছে। আইপিএলের ম্যাচ যখন শুরু হয়, অর্থাৎ বিকেল ৪টায়, বাংলাদেশের ম্যাচের সময়ও প্রায় একই।

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখনো কোনো সম্প্রচার প্রতিষ্ঠান সিরিজটির স্বত্ব কিনেনি। ফলে বাংলাদেশে খেলা নাও দেখা হতে পারে। যদি কোনো টিভি চ্যানেল না দেখায়, তবে আইসিসি টিভি দিয়ে দেখা যাবে কিনা সেটাও নিশ্চিত নয়।

বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, তারা আয়ারল্যান্ডের কাছে জানতে চেয়েছেন কারা সম্প্রচার করবে। কিন্তুু কোনো উত্তর জানা যায়নি। বোর্ডের সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘ব্রডকাস্টের বিষয়টা কমপ্ললি ডিপেন্ড করে হোস্ট বোর্ডের উপর। তারাই এটা ফাইনালাইজ করবে। তারা যখণ কোনো দেশে যায়, সেই হোস্ট বোর্ডের রেসপনসিবিলিটি এটা। তারা তাদের বিষয় যখন কনফার্ম করবে, তারা জানাবে। তখনই একমাত্র আমরা জানব। আপনাদের মতো আমরাও আশা করি, বাংলাদেশের সাধারণ দর্শকেরা যাতে খেলা দেখতে পারে। সেজন্য আমাদের জানতে চাওয়া, তাদের সঙ্গে যোগাযোগ করা।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here