স্পোর্টস ডেস্কঃ আইপিএলে যথাযথ গুরুত্ব দেয়া হয় না বাংলাদেশি ক্রিকেটারদের। এমনটাই মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তাই চলমান এই টুর্নামেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই ডানহাতি এই পেসারের।
বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে মাশরাফী জানিয়েছেন, আইপিএলে অংশ নেওয়া লিটন দাস-মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে পারফর্ম করলেই তিনি খুশি। মাশরাফী বলেন, ‘আইপিএলে খেলবে কি না খেলতে তা নিয়ে আমার কোনো চিন্তার বিষয় না। আইপিএল নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’
মাশরাফী আরো বলেন, ‘আমার চিন্তা হচ্ছে বাংলাদেশ টিম। বাংলাদেশ টিম ভালো খেললে আপনারা যারা আছেন, আমরা যারা আছি সবাই খুশি হবো। আইপিএলে লিটন খেলতে যাচ্ছে আমাদের জন্য ভালো বিষয়। আমাদের মুস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে গিয়ে ম্যাচ খেলায়নি।’
লিটনের খেলা নিয়ে মাশরাফী বলেন, ‘আইপিএলে লিটন খেলবে কি না খেলবে, এটা আমার চিন্তার বিষয় নয়। আইপিএল আমার মাথাব্যথা নয়, মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ভালো খেলবে, আমরা যারা আছি, আপনারা যাঁরা আছেন, সবাই খুশি হব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০