স্পোর্টস ডেস্কঃ শেষ হয়েছে ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। এই নিলামে অস্বাভাবিক মূল্যে অনেকেই দল পেয়েছেন। কেউ কেউ আবার প্রত্যাশার চেয়ে বেশি বা কম পেয়েছেন। অনেকেই আবার দল পাননি। এবারের আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের একজন ফিল সল্ট।
এই ইংলিশ ব্যাটারকে ১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে কেউ দলে নেয়নি। অথচ নিলামের আগের দিন উইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১০৯ রানে অপরাজিত ইনিংস খেলেন। নিলামে দল না পাওয়ার দিনই একই দলের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ১১৯ রানের দারুণ ইনিংস খেলেছেন। যেটি কিনা আবার ইংল্যান্ডের হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
আইপিএলের নিলামে তাই ফিল সল্ট দল না পেয়ে অবাকই হয়েছে। এই ব্যাটার জানিয়েছেন, গেল আসরেও দিল্লি ক্যাপিটালসের হয়ে মোটামুটি ভালো করেছেন। তবুও তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফিল সল্ট দল না পেলেও, ইংল্যান্ড থেকে দল পেয়েছেন হ্যারি ব্রুক, ক্রিস ওকস, টম কারানরা। তাদের জন্য খুশিও এই ব্যাটার।
ফিল সল্ট বলেন, ‘এটা একটা বিভ্রান্তকর সকাল ছিল। আমি আশা করেছিলাম দল পাব। গেল বছর সেখানে খেলেছি, ভালোও করেছি। পরবর্তীতে ভালো একটা বছরও কাটিয়েছি। তবে এগুলো ঘটবেই, একটা নিলামের লটারির অংশ এটি। নিলামের মতো প্রক্রিয়াতে এগুলো হবেই। তবে আমাদের ড্রেসিংরুমের কয়েকজন ছেলে দল পেয়েছে, তাদের ক্রিসমাসটা ভালো যাবে। আমি তাদের জন্য খুশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post