স্পোর্টস ডেস্ক:: এক বছরে ৪৯ সেঞ্চুরি করে আইপিএলের নিলামে জায়গা করে নেওয়া ১৩ বছরের বৈভব সূর্যবংশী দলও পেলেন। রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক এই কিশোরকে। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ। রাজস্থানের পাশাপাশি তাকে পাওয়ার লড়াইয়ে নামে দিল্লিও।
দিল্লি ১ কোটি রুপি পর্যন্ত উঠে থেমে যায়। সেখান থেকে ১০ লাখ বাড়িয়ে বৈভব সূর্যবংশীকে দলে নিয়ে নেয় রাজস্থান রয়্যালস।মাত্র ১৩ বছর বয়সেই এক মৌসুমে ৪৯ সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিলিগ আইপিএলের নিলামে এক কিশোর। এরই মধ্যে খেলে ফেলেছেন ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়েও।
বৈভব সুর্যবংশীরের বয়স ১৩ বছর ২৩৪ দিন। বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে গত মাসেই অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ৫৮ বলে অজিদের বিপক্ষে সেঞ্চুরি করা বৈভব এক মৌসুমে ৪৯ সেঞ্চুরি হাঁকিয়েছেন। আইপিএল ছাড়া ভারতের বাকী সব বড় বড় টুর্নামেন্টে খেলে ফেলেছেন এরই মধ্যে।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বৈভবের ৫৮ বলের সেঞ্চুরিটা টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। ব্যাট হাতে বাঘা বাঘা বোলারদের শাসন করা বৈভব আইপিএলের নিলামে জায়গা করে নিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ নিলামে উঠা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। সেখানে এই তের বছরের কিশোরের নাম দেখে চমকে গেছেন অনেকেই।
আইপিএল ছাড়া ভারতের বড় বড় সব টুর্নামেন্টেই খেলেছেন বৈভব। রঞ্জি ট্রফিও বাদ যায়নি। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দেন এই কিশোর। খেলেছেন হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করা বৈভব ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করেছেন ৪০০ রান।
বৈভবের নামে পাশে আছে ত্রিপল সেঞ্চুরিও। স্বপ্নের তিন অঙ্কের এই ম্যাজিক ফিগার তিনি ছুঁয়েছেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে।ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছে।