স্পোর্টস ডেস্ক:: আহমেদাবাদে রোববার ফাইনাল পণ্ড হয়েছে বৃষ্টিতে। তবে আইপিএলের ফাইনাল ম্যাচের দিন গ্যালারিতে ঘটেছে মারামারির ঘটনা। একজন পুলিশ সদস্যকে পিটিয়েছেন একজন নারী দর্শক।
রোববার চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে নিষ্পত্তি হয়নি। আজ সোমবার ফাইনাল ম্যাচটি পুনরায় অনুষ্টিত হবে। ফাইনাল ম্যাচের জন্য গ্যালারিতে সমর্থকেরা অপেক্ষায় ছিলেন। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত হতাশ হয়ে তাদেরকে বাড়ি ফিরতে হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে। যেখানে দেখা গেছে- একজন নারী দর্শক এক পুলিশ সদস্যকে বেশ কয়েকেরা গলা ধাক্কা দিয়ে প্রায় ফেলেই দিচ্ছেন। আশপাশের দর্শকেরা জানিয়েছেন, গলাধাক্কা দেওয়ার আগে ওই পুলিশ সদস্যকে বেশ কয়েকটি থাপ্পড় মেরেছেন ও নারী।
তবে কেন এমন ঘটনা ঘটলো? পুলিশ ওই নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছি কিনা সেটা জানা যায়নি। ঘটনার পরপরই দায়িত্বরত ওই পুলিশ সদস্যরা গ্যালারি ত্যাগ করেন। অনেক দর্শক ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন, আচমকা ওই নারী পুলিশ সদস্যের উপর খেপে যান।
হামলার শিকার হওয়ার পরও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি স্থানীয় পুলিশকে। এই ঘটনায় আনুষ্ঠানিক কোনো বিবৃতিও এখন পর্যন্ত দেয়নি আহমেদাবাদ পুলিশ। মন্তব্যও করছেন না স্থানীয় পুলিশের কর্মকর্তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post