আইপিএল মাতানো রিঙ্কু সিং ভারতের টি-টোয়েন্টি দলে

0
84

স্পোর্টস ডেস্কঃ জাসপ্রিত বুমরাহ’র অধিনায়কত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তিন ম্যাচের এই সিরিজের জন্য সোমবার ঘোষিত ১৫ জনের দলে নতুন মুখ আইপিএল মাতানো রিঙ্কু সিং। তবে ভারতের প্রথম পছন্দের খেলোয়াড়দের প্রায় সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আয়ারল্যান্ড-ভারতের মধ্যকার সিরিজ শুরু হবে ১৮ অগাস্ট। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম ভারত সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, দর্শকদের বিনোদনের জন্য এই সিরিজে ম্যাচ বাড়ানো হয়েছে। অর্থাৎ সবশেষ সিরিজটি ছিল দুই ম্যাচের। এবার যুক্ত করা হয়েছে বাড়তি আরেক ম্যাচ।

এদিকে ঘোষিত দলে ডাক পেয়েছেন রিঙ্কু। সবশেষ আইপিএলের পর থেকেই তাঁকে টি-টোয়েন্টি দলে নেওয়ার দাবি উঠতে থাকে জোরেশোরে। ওই আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ১৪৯.৫২ স্ট্রাইক রেট ও ৫৯.২৫ গড়ে দলের সর্বোচ্চ ৪৭৪ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

পেস বোলিং আক্রমণে প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং ও আভেস খানদের মতো তরুণদের সুযোগ করে দেয়া হয়েছে। দলে স্পিনার হিসেবে আছেন রবি বিষ্ণই ও ওয়াশিংটন সুন্দর। আইপিএল মাতানো জস্বভী জয়সওয়ালকে দলে রাখা হয়েছে। উইকেটরক্ষক হিসেবে আছেন সাঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা।

এদিকে আয়ারল্যান্ডে ভারতের অধিনায়কত্ব করবেন পেসার জাসপ্রিত বুমরাহ। সোমবার বিসিসিআই এক বিবৃতিতে ডানহাতি এই বোলারকে অধিনায়ক ঘোষণা করেছে। দীর্ঘদিনের চোট কাটিয়ে অবশেষে ভারত দলে ফিরেছেন তারকা এই পেসার। বুমরাহ শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বরে।

ভারতের দল-

জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড (সহ-অধিনায়ক), ইয়াসভি জায়সাওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণই, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার ও আভেস খান।

আয়ারল্যান্ড ও ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচি-

১৮ অগাস্ট: প্রথম টি-টোয়েন্টি (মালাহাইড)

২০ অগাস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি (মালাহাইড)

২৩ অগাস্ট: তৃতীয় টি-টোয়েন্টি (মালাহাইড)।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here