আইপিএল মাতিয়ে কাউন্টিতে স্বপ্নের অভিষেক ওবেদ ম্যাকয়ের

0
15

স্পোর্টস ডেস্কঃ রাজস্থান রয়্যালসের হয়ে সম্প্রতি শেষ হওয়া আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন ওবেদ ম্যাকয়। উইন্ডিজের এই পেসার রাজস্থানকে শিরোপা জেতাতে না পারলেও দারুণ ছন্দে ছিলেন গোটা আসরজুড়ে। আইপিএল শেষ করেই বাঁহাতি এই বোলার নাম লেখালেন কাউন্টি ক্রিকেটে।

সাসেক্সের জার্সিতে কাউন্টিতে অভিষেক হওয়া ম্যাকয় নিয়েছেন ৫ উইকেট। বুধবার টনটনের কাউন্টি গ্রাউন্ডে সমারসেটের বিপক্ষে ৪৭ রানে জিতেছে ম্যাকয়ের দল সাসেক্স। আগে ব্যাট করে জস ফিলিপের ফিফটিতে ২১৬ রান করে তারা। জবাব দিতে নেমে ম্যাকয় ও টাইলাম মিলসের বোলিং তোপে পড়ে ১৬৯ রানে থামে সমারসেটের ইনিংস।

ম্যাকয় ৪ ওভারে ৩৩ রান খরচ করে ৫ উইকেট শিকার করেছেন। এছাড়া মিলস নিয়েছেন ৪ উইকেট। সমারসেটের হয়ে রাইলি রুশো করেন ইনিংস সর্বোচ্চ ৭৪ রান। সাউথ গ্রুপে থাকা সাসেক্স আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে। ম্যাচ সেরা হয়েছেন ম্যাকয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here