স্পোর্টস ডেস্কঃ আসন্ন মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। সেই সিরিজকে সামনে রেখে আইরিশরা এবার দল ঘোষণা করেছে। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই ওয়ানডে সিরিজের জন্য স্বাগতিকরা পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে।
দলে ফিরেছেন তারকা পেসার জশ লিটল। গেল মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড দল। তবে সেই সফরে তিন ফরম্যাটের কোনোটিতেই ছিলেন না লিটল। প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য নিজের নাম সরিয়ে নেন।
এরপর চলমান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলছেন না লিটল। তবে আসন্ন বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলবেন এই পেসার। এর জন্য আইপিএল রেখে মাঝপথেই চলে যাবেন দেশের জার্সিতে খেলতে। মূলত সিরিজটি ওয়ানডে বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ। এই সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপে খেলার সমীকরণ রয়েছে। যার জন্যই জাতীয় দলে ডাক পড়েছে লিটলের।
এর জন্য নিজ দল গুজরাট টাইটান্সের কাছ থেকে ছুটিও নিয়ে রেখেছেন তিনি। আগামী ৫ মে দেশের হয়ে খেলতে ভারতের আইপিএল ছাড়ার কথা রয়েছে লিটলের। গুজরাটের হয়ে অন্তত ৩টি ম্যাচ মিস করার কথা রয়েছে বাঁহাতি তারকার। তবে জাতীয় দলের খেলা শেষ হওয়ার পর আবারও যোগ দেবেন আইপিএলে।
মে মাসে অনুষ্টিত হতে যাওয়া সেই সিরিজটি হবে ইংল্যান্ডে। মূলত সেই সময়ে আয়ারল্যান্ডে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আইরিশ ক্রিকেট বোর্ড তাই সিরিজটি ইংল্যান্ডে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামি ৯ মে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ম্যাচটি হবে ১২ মে। সিরিজের শেষ ম্যাচটি হবে ১৪ মে।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড ওয়ানডে দল
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), জর্জ ডকরেল, মার্ক অ্যাডাইর, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্ফার, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ফিওন হ্যান্ড, অ্যান্ডি ম্যাকব্রাইন, জশ লিটল, ক্রেইগ ইয়াং, পল স্টার্লিং, লরকান টাকার ও হ্যারি টেক্টর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post