Home ক্রিকেট ক্লাব ক্রিকেট আইপিএল শেষ কেন উইলিয়ামসনের

আইপিএল শেষ কেন উইলিয়ামসনের

0
69

স্পোর্টস ডেস্কঃ শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। দুঃসংবাদ বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স শিবিরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের শুরুতেই দলটি বড় তারকাকে হারিয়েছে। হাঁটুর ইনজুরিতে আসর থেকে ছিটকে গেছেন দলের কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের অধিনায়কের চলতি আইপিএলে আর খেলা হচ্ছে না। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকালই ভারতের বিভিন্ন গণমাধ্যম দাবি করছিল, আইপিএল শেষ হয়ে গিয়েছে উইলিয়ামসনের।

মূলত শুক্রবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে চেন্নাই প্রথম ইনিংসে ব্যাট করছিল। ১৩তম ওভারে ডিপ স্কয়ার লেগে একটি ছয় বাঁচিয়ে ক্যাচ বানাতে গিয়ে বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়েন উইলিয়ামসন। ছয় বাঁচাতে সক্ষম হলেও, বাউন্ডারি লাইনে বেশ আঘাতপ্রাপ্ত হন এই তারকা।

পরবর্তীতে বেশ খানিকসময় বাউন্ডারি লাইনে ফিজিওর তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা সারতে দেখা যায় উইলিয়ামসনকে। কিন্তু এরপরই সতীর্থ ও ফিজিওর কাঁধে ভর করে ড্রেসিং রুমের পথ ধরেন। আর মাঠে নামা হয়নি ফিল্ডিংয়ের সময়। এমনকি ব্যাটিং ইনিংসেও উইলিয়ামসনের পরিবর্তে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়মে বদলি হিসেবে ব্যাট করতে নামেন সাই সুদর্শন।

এরপর উইলিয়ামসনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্ক্যান করেই ফলাফল ভালো আসেনি। যদিও কতদিনের জন্য ছিটকে গেছেন, সেটা গুজরাট টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়নি। আইপিএল শেষ হয়ে যাওয়ায় নিজ দেশে ফিরে যাচ্ছেন উইলিয়ামসন। তার বদলি এখনও ঘোষণা করেনি গুজরাট।

উইলিয়ামসনের ইনজুরি নিয়ে দলের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতেই কেনকে (উইলিয়ামসন) চোটের জন্য হারানোটা দুঃখজনক। আমরা চাই দ্রুত সুস্থ হয়ে উঠুক সে। আশা করছি, খুব শিগগিরই আবারও মাঠে ফিরতে পারবে।’

এবারের আসরে মিনি নিলাম থেকে উইলিয়ামসনকে দলে ভেড়ায় গুজরাট। শুরুতে কেউ কেনেনি তাঁকে। তবে দ্বিতীয় রাউন্ডে ফের নাম উঠায়, ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে উইলিয়ামসনকে দলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। এবার এই ব্যাটারের ছিটকে যাওয়া বড় ধাক্কাই দলটির জন্য।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here