স্পোর্টস ডেস্কঃ আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেলেন কেএল রাহুল। এক বিবৃতিতে বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে লখনৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি। এর আগে দলটি হারিয়েছে পেসার জয়দেব উনাদকাটকে।
রাহুল শুধু আইপিএল নয়, মিস করতে পারেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। ভারতীয় গণমাধ্যম তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে সবশেষ ম্যাচে ঊরুতে গুরুতর আঘাত পান এই ব্যাটার।
আগামী ৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টের জন্য রাহুলকে ফিট করে তোলাই এখন বিসিসিআই স্পোর্টস অ্যান্ড মেডিক্যাল টিমের চ্যালেঞ্জ। যদিও ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন, টেস্ট মিস করবেন তিনি। যদিও এই ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কিছু জানায় নি বিসিসিআই।
এদিকে উনাদকাটও ভারতের টেস্ট দলের বিবেচনায় আছেন। তাই বিসিসিআইয়ের বাড়তি চিন্তা। যদিও জুনের শুরুতে হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০