স্পোর্টস ডেস্কঃ শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাল ভারত। দ্বিতীয় ওয়ানডেতে আজ আগে ব্যাট করে ৩৯৯ রানের পাহাড়সম পুঁজি পায় স্বাগতিকরা। রান তাড়ায় ২১৭ রানে অলআউট হয়েছে অজিরা। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে তারা নতুন লক্ষ্য পায় ৩৩ ওভারে। সেই রান তাড়া করতে নেমে ৯৯ রান দূরে থাকতে গুটিয়ে যায় সফরকারীরা।
ইন্দোরের হলকার স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দিনে ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ভারত জিতেছে ৯৯ রানে। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া লক্ষ্য নেমে এসেছিল ৩৩ ওভারে ৩১৭ রানে। যা প্রায় অসম্ভব বলা যায়। শেষ পর্যন্ত সেই লক্ষ্য পাড়ি দিতে পারেনি অজিরা। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে লোকেশ রাহুলের দল। মোহালিতে প্রথম ম্যাচটাও জিতেছিল তারা। রাজকোটে আগামী বুধবার শেষ ওয়ানডেটা তাই হয়ে দাঁড়িয়েছে নিছক আনুষ্ঠানিকতার।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৯ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানে জুটি গড়ার চেষ্টা করতেই বৃষ্টি নামে। ওই বৃষ্টির পর লক্ষ্য কমে অজিদের। কিন্তু ১০০ রানে চতুর্থ উইকেট হারিয়ে পরাজয়ের পথে পা বাড়ায় তারা। শেষ পর্যন্ত অলআউট হয় ২১৭ রানে। সফরকারীদের হয়ে ডেভিড ওয়ার্নার ৩৯ বলে ৫৩ ও শন অ্যাবোট ৩৬ বলে ৫৪ রান করেন। এছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেনি। ভারতের হয়ে দুই স্পিনার রবিশচন্দন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণা।
এর আগে দলীয় ১৬ রানেই সাজঘরে ফেরেন ভারতের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। এরপর দ্বিতীয় উইকেটে ২০০ রানের জুটি গড়েন গিল ও আইয়ার। আর তারাই ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। আইয়ার আউট হয়েছেন ৯০ বলে ১০৫ রান করে। আর গিলের ব্যাট থেকে আসে ৯৭ বলে ১০৪ রান। এরপর অধিনায়ক রাহুলের ৩৮ বলে ৫২, ইশান কিশানের ১৮ বলে ৩৭ রানে ৩০০ পেরিয়ে যায় ভারত।
এরপর সূর্যকুমার যাদব ৩৭ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতের সংগ্রহটাকে ৪০০ এর দোরগোড়ায় নিয়ে যান। ৯ বলে ১৩ রান করে অপরাজিত থেকে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট পেলেও ১০৩ রান খরচা করেন ক্যামেরন গ্রিন। একটি করে উইকেট নেন জস হ্যাজেলউড, শেন অ্যাবোট ও অ্যাডাম জাম্পা।
Discussion about this post