স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল আয়ারল্যান্ড ও পাকিস্তান। দুই দলের এই লড়াইয়ে শেষটা ভালোভাবেই রাঙাল পাক শিবির। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল। ম্যাচ সেরা হয়েছেন শাহীন শাহ আফ্রিদি। প্রথম ম্যাচ দল হারলেও, পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছে সফরকারীরা।
ডাবলিনে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৭৮ রান। ৪১ বলে ১৩ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন টপ অর্ডার ব্যাটার ও অধিনায়ক লরকান টাকার। অ্যান্ডি বালবার্নির ব্যাট থেকে আসে ৩৫ রান। ৩০ রানের অপরাজিত ইনিংস আসে হ্যারি টেক্টরের ব্যাট থেকে।
পাকিস্তানের ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন শাহীন আফ্রিদি। আব্বাস আফ্রিদির শিকার ২ উইকেট।
১৭৯ রানের লক্ষ্য টপকাতে ১৬ রানে ওপেনার সাইম আইয়ূবের উইকেট হারায় পাকিস্তান। তবে ১৩৯ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। তবে ৩ রানের ব্যবধানে দুজনই ফিরে যান। ৩৮ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন রিজওয়ান। ৪২ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক বাবর আজম। শেষ মূহুর্তে আজম খানের ১৮ রানের ক্যামিওতে ভর করে ৩ ওভার হাতে রেখেই ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
আয়ারল্যান্ডের হয়ে ৪ ওভারে ২৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মার্ক অ্যাডায়ার। ক্রেইগ ইয়ং লাভ করেন ১ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post