স্পোর্টস ডেস্ক:: এবারের টি-২০ বিশ্বকাপে রীতিমতো উড়ছে আফগানিস্তান। নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষেও বাজিমাত করেছে দলটি। ব্ল্যাকক্যাপসদের মাত্র ৭৫ রানে অলআউটের লজ্জা দিয়ে বাড়ির পথ ধরিয়েছে। তিন ম্যাচ খেলে তিনটিতেই জেতা আফগান বড় একটা ধাক্কা খেলো। এই সুযোগে দলের ব্যাটিং শক্তি বাড়িয়েছে আফগানিস্তান দল।
ইনজুরির কারণে আফগানদের রহস্যময়ী স্পিনার মুজিব উর রহমান দল থেকে বাদ পড়েছেন। তার বদলে ব্যাটসম্যান হযরতউল্লাহ জাজাইকে দলে নিয়ে আফগানিস্তান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার শেষ বিকেলে আফগান দলের এই পরিবর্তনের অনুমতি দিয়েছে।
মুজিব আঙুলের চোটের কারণে পুরো আইপিএল খেলতে পারেননি। তার চোটের চিন্তা করেই এসিবি দলে বাড়তি স্পিনার হিসেবে নূর আহমদকে নিয়ে ছিলো। বিশ্বকাপে প্রথম ম্যাচেই চোটে পড়েন মুজিব। ফলে পরবর্তী দুই ম্যাচে তার জায়গায় খেলেন নূর আহমদ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড মুজিবের বদলী ক্রিকেটারের জন্য আইসিসির কাছে আবেদন করে।
মেডিকেল পরীক্ষার কাগজপত্র পরীক্ষা করে আইসিসি মুজিবের বদলী নেওয়ার অনুমতি দেয়। এরপরই এসিবি হযরতউল্লাহ জাজাইকে দলে নেয়। বোলিং শক্তি নিয়ে সন্তুুষ্ট থাকা আফগানরা সুযোগ পেয়ে ব্যাটিং শক্তি বাড়ালো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post