আইসিসির অনুমোদন পেলে বাদ পড়া তাসকিন দলে ফিরবেন

0
19

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে অবৈধ বোলিংয়ের অজুহাতে নিষিদ্ধ থাকায় আফগানিস্তান সিরিজের জন্য বিসিবি ঘোষিত দলে রাখা হয়নি তাসকিন আহমদকে।

গত ৮ সেপ্টেম্বর তাসকিন বোলিং এ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষায় বিশুদ্ধতার সার্টিফিকেট পেয়ে আইসিসি যদি তাসকিনকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি দেয় তবে তাসকিনকে দলে নেয়া হবে। এমনটিই জানালেন বাংলাদেশ দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তাসকিন বোলিং এ্যাকশনে বৈধ প্রমানিত হয়ে ফিরে আসলে সেক্ষেত্রে তাসকিনকে নিয়ে টাইগারদের স্কোয়াড হবে ১৪ সদস্যের।

এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দল ঘোষণার পর সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা তাসকিনের বোলিং পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছি। আজই ফলাফল আসার কথা। ইতিবাচক হলে স্কোয়াডে যোগ হবেন তাসকিন। অন্যথায় অন্য কোনো পেসারকে দলে অর্ন্তভূক্ত করা হবে। আমাদের হাতে একটি অপশন রাখা আছে।’

ভারতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে। পরে চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষায় আম্পায়ারদের সন্দেহ সত্যি প্রমাণিত হলে তাসকিন-সানি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here