স্পোর্টস ডেস্ক: প্রথম বাংলাদেশী হিসেবে এরই মধ্যে অন্যন্য এক রেকর্ড গড়েছেন তামিম ইকবাল খান। টাইগারদের এই দেশ সেরা ওপেনার পৌছে গেছেন পাচঁ হাজারি ক্লাবে।
টাইগার তামিম ইকবাল এমন কীর্তি গড়ে আইসিসির অভিনন্দনে সিক্ত হয়েছেন। আইসিসির অফিসিয়াল টুইটার পেজ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
ঘরের মাঠে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুবাদে তামিমকে শুভেচ্ছা জানায় আইসিসি।
তামিম নিজের ক্যারিয়ারের ১৫৯তম ম্যাচে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন তামিম। ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে নেমে দুর্দান্ত এই কীর্তি গড়েন বাঁহাতি এই ওপেনার। ইংলিশদের বিপক্ষে করেন ৪৫ রান। সেই সঙ্গে পৌছে যান পাঁচ হাজারি ক্লাবে।
আইসিসি তাদের পেজে তামিম প্রসঙ্গে লিখেছে, ‘সাবাশ তামিম ইকবাল। বাংলাদেশের পক্ষে ৫০০০ রানের জন্য।’
ওয়ানডেতে তামিমের বর্তমান রান ৫০০৭। রয়েছে সাতটি শতক আর ৩৩টি অর্ধশতক। ব্যাটিং গড় ৩২.৩০।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০